বরিশালে নারী পাচার, মাদক ব্যবস্যার দায়ে ৩ জন আটক, মামলা দায়ের

বরিশালে নারী পাচার, মাদক ব্যবস্যার দায়ে ৩ জন আটক, মামলা দায়ের

বরিশাল নগরীরর নতুন বাজার এলাকার উত্তর বগুড়া রোড কবি জিবান্দদাশ লেনের ‘প্যাসিফিক হাউজে’ অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযানে নারী পাচার, মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৩জনকে আটক করেছে পুুলিশ। তাদের মধ্যে দুইজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনকে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টায় নতুন বাজার বগুরা রোডের ‘প্যাসিফিক হাউজে’ অভিযান পরিচালনাকালে ২জন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।

অভিযানে আটককৃতরা হলো উজিরপুর উপজেলার চকমান এলাকার আব্দুল হক হাওলাদারের মেয়ে সুর্বনা আক্তার ফারজানা, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চান মিয়া আকনের মেয়ে নদী আকন, এবং ঝালকাঠি জেলার দেতলি এলাকার মান্নান হাওলাদারের মেয়ে শিমুল হাওলাদার।

আটককৃতদের মধ্যে সুবর্না আক্তার ফারজানা ও নদী আকন প্রতারণা শিকার হয়েছে এমন অভিযোগ তুলে তিনজন বিরুদ্ধে মামলা দায়ের কারেন। মামলার ১নং আসামী শিমুল হালাদারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য দুই আসামী মাতলুবা বেগম এবং শাহরিয়ার রাকিন পলাতক রয়েছে।

ডিবি পুলিশের ইন্টেলিজেন্ট টিমের পুলিশ পরিদর্শক মো: জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার ওই বাসায় অভিযান পরিচলানা করা হয়। ওই বাসায় বিভিন্ন স্থান থেকে তরুনীদের নিয়ে এসে নানান রকমের প্রলোভন দেখিয়ে অনৈতিক কার্যক্রম পরিচালনা করতো। এছাড়া ওই বাসায় মাদক সেবনের আড্ডা বসতো এবং মাদক বেচাকেনাও করতো।